Header Ads

Header ADS

টক-মিস্টি মাছ

উপকরণ

মাছের খেমো বা টুকরো - বেশ বড় আর মোটা ৬ টি (কাৎলা বা রুই ) টম্যাটো - বড় সাইজের তিনটি রসুন - বড় তিন কোয়া| আদা - এক চা চামচের সাইজের পেস্ট হবার জন্য যতটা দরকার কাঁচা লঙ্কা - ৩-৪ টি নুন - স্বাদমত হলুদ - পরিমান মত পাঁচফোড়ন - আধ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো - ১ টেবল চামচ চিনি - দেড় চামচ থেকে দু চামচ গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ সাদা তেল - পরিমানমত মাছ ভাজার জন্য সরষের তেল - চার টেবল চামচ

প্রণালী

মাছটা ভালো করে ধুয়ে নুন‚ হলুদ মাখিয়ে রাখুন| এবার কড়াইতে সাদা তেল দিয়ে গরম হতে দিন| তেল গরম হলে ওটে সামান্য হলুদ দিন যাতে মাছ আটকে না যায়| এবার ঐ গরম তেল এক চামচ তুলে নুন-হলুদ মাখানো মাছে মেখে নিন| এবার মাছগুলো কড়া করে ভেজে তুলে রাখুন| সাদা তেলটা কড়ায় যদি থেকে যায় তাহলে ঢেলে রেখে দিন‚ পরদিন না হয় ওতে মাছা ভেজে নেবেন| আসুন এবার পেস্টটা বানিয়ে ফেলি| টম্যটো কেটে বীজগুলো ফেলে দিন‚ রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিন আর আদার টুকরোটা কেটে নিন‚ কাঁচালঙ্কা দুটো নিন| এবার ওগুলো ভালো করে ধুয়ে মিক্সিতে দিন পেষাই হবার জন্য| পেষাই হয়ে গেছে| এবার কড়াইতে দু চামচ সরষের তেলটা দিয়ে দিন| তেল গরম হলে ওতে পাঁচফোড়নটা দিয়ে দিন| এবার ঐ পেষাই মশালা মিক্সি থেকে কড়াইতে ঢেলে আঁচটা ঢিমে করে মশালাটা কষুন নুন‚ হলুদ‚ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ‚ চিনি দিয়ে| এবার ঐ মিক্সির মধ্যে যে অবশিষ্ট মশালা লেগে আছে তাতে একটু জল মিশিয়ে কড়াইতে ঢেলে দিন| কষা শেষ হলে মশালা তেল ছাড়তে শুরু করলে মাছগুলো ওতে দিয়ে ঢাকা দিয়ে দিন| মিটিনখানেক সময় দিন মাছটা সেদ্ধ হতে| মাছ সেদ্ধ হয়ে গেলে ওভেন বন্ধ করে দিন| এবার ঢাকনা খুলে ওতে কাঁচা সরষের বাকি দু চামচ তেলটা মিশিয়ে দিন| ওপর থেকে মরিচগুঁড়োটা ছড়িয়ে দিন আর বাকি কাঁচালঙ্কা চিরে ওতে দিয়ে ঢাকাটা দিয়ে দিন| কাঁচা লঙ্কার গন্ধটা ওতে যুক্ত হয়ে জাবে| গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন টক-মিস্টি মাছ| আপনি মনে করলে ধনেপাতাও দিতে পারেন| আমি অবশ্য দিই নি|

1 comment:

  1. Bet365 1XBET
    Bet365, your 1XBET destination for online betting, casino and 1xbet live betting! We 1XBET offer a huge range of betting 샌즈카지노 options for most sports and offers all over the world.

    ReplyDelete

Powered by Blogger.